কোন একটা পোস্টে এক ভদ্রলোকের হাহাকার দেখলাম। তিনি নিজেকে বলছেন, বিদ্রোহ-বিপ্লবের কালে বুঝা যায় "ভদ্রলোকরা" কী অর্থহীন জীবনই না যাপন করে! না পারে দ্রোহের সাগরে গা ভাসাতে, না পারে শাসকের চোখে-চোখ রেখে কথা বলতে, না পারে নিজের বন্দীশালায় জীবনের মানে খুঁজে পেতে! কী কাপুরুষতা, পলায়নপরতার অন্ধকারই না তাদের জীবনকে গ্রাস করে রাখে! জীবনের একটা সময়… Continue reading ট্রুথলেস জেন্টেলম্যান, টাইমলেস লাইফ: ভদ্রলোকিতার এক নিঃসঙ্গ, অর্থহীন জীবন!