গ্রামীণ সমাজে নৈতিক অবক্ষয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাসের প্রভাব: একটি বিশ্লেষণ

বাংলাদেশের সমাজে দুর্নীতির বিস্তার তথা ক্সনতিক অবক্ষয়ের সামাজিক ও নৃতাত্ত্বিক গবেষণা অপ্রতুল। এই প্রবন্ধের প্রধান লক্ষ্য বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্সনতিক বিবর্তনের একটি সংক্ষিপ্ত স্বরূপ উন্মোচন এবং এর কালক্রমিক অবক্ষয়ের প্রকৃত কারণ নির্ধারণ ও বিশ্লেষণের নিমিত্তে কিছু নিবিড় পর্যবেক্ষণ তুলে ধরা। লেখকের দীর্ঘ দুই যুগেরও বেশি সময় গ্রামীণ সমাজ, ক্ষমতা ও নেতৃত্ব-কাঠামোর সাথে বসবাস, মিথষ্ক্রিয়া, সমাজের রূপায়ন প্রত্যক্ষকরণ এবং জীবনঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও লব্ধ অভিজ্ঞতা এই প্রবন্ধের নির্যাস। প্রথাগত সংখ্যাতাত্ত্বিক গবেষণার মতো এই পর্যবেক্ষণগুলো সরলীকরণ করা না গেলেও গুণগত গবেষণার একটি অপরিহার্য অনুষঙ্গ পর্যবেক্ষণজাত বিশ্লেষণ থেকে প্রাপ্ত এসব অর্ন্তজ্ঞান বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থাকে আরও গভীরভাবে বুঝতে সমাজ ও রাজনীতি বিজ্ঞানের গবেষক ও বিশ্লেষকদের খোরাক হতে পারে। এই প্রবন্ধের অনেকগুলো বিবৃতি ও দাবী গুণগত গবেষণার পূর্বানুমান হিসেবে এবং পদ্ধতিগত গবেষণার প্রাথমিক অনুষঙ্গ হিসেবে কাজ করতে পারে।

গ্রামীণ সমাজে এখন যে ক্রান্তিকাল চলছে সেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, অভূতপূর্ব। বাংলার গ্রামীণ সমাজে অর্থের এতটা অন্তর্মুখী সরবরাহ হাজার বছরের ইতিহাসে এই প্রথম এবং বর্তমান লক্ষণগুলো এরই নানামুখী পার্শ্বপ্রতিক্রিয়া উদ্ভূত। অর্থনীতির এই বিকাশ শত বছরের গ্রামীণ ক্ষমতা কাঠামোকে যেমন নাড়িয়ে দিয়েছে, তেমনি ক্ষমতা-কাঠামোর এই ভাঙনে প্রায় অ‣নতিক উপায়ে অর্জিত সম্পদের যথেচ্ছ ব্যবহার ও প্রসারের অনিবার্য প্রভাব সামাজিক মূল্যবোধ ও ভিত্তিকেও নাড়িয়ে দিয়েছে।

এই ভাঙনের হ্রাস টেনে ধরা বা সমাপ্তি নিয়ে নানা মত রয়েছে। আমার বিশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় এই পরিবর্তন ও পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সূচিত হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যেই এর উত্তর নিহিত। যে নব্য ধনিক শ্রেণি শত বছরের প্রবঞ্চনা ও নিপীড়নকে চ্যালেঞ্জ করে নতুন ক্ষমতা কাঠামো ক্সতরি করছে ও ‘শেকল ভাঙার উল্লাসে’ মত্ত, সেই শ্রেণিই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে গিয়ে থিতু হবে। যার ফলে তাদের মধ্যেই পরম্পরায় একটি নতুন ‘আভিজাত্য’ গড়ে উঠবে যার একটি ‘প্রাতিষ্ঠানিক মেমোরি’ থাকবে। এছাড়া এই কয়েক প্রজন্মের অভিজ্ঞতায় তারা প্রত্যক্ষ করবে যে বিশৃঙ্খলা, ক্সনরাজ্য, অ‣নতিকতা তাদের ক্ষমতারোহণের পথ হলেও এই পথ দীর্ঘায়িত হলে তাদের নিজেদের অবস্থানই ক্রমান্বয়ে দুর্বল হয়ে চক্রাকারে নতুন শ্রেণির হাতে ক্ষমতা আবর্তিত হবে। আমার পূর্বানুমান হচ্ছে এই উপলব্ধি ঘটবে এবং এই উপলব্ধিই তাদেরকে পূর্ববর্তী অভিজাত ও এলিটদের অনুশীলন করা কিছু ‘মূল্যবোধ’ ফিরিয়ে আনতে বা পুনঃপ্রতিষ্ঠিত করতে অথবা স্থিতিশীলতার সন্ধানে নতুনভাবে মূল্যবোধ আবিষ্কার করতে প্রণোদিত করবে। পাশাপাশি প্রথম প্রজন্মে সম্পদ অর্জনের যা-কিছু অ‣নতিকতা সেটিও সময়ের আবর্তনে, কিংবা রাষ্ট্রের আইনি শাসনের বিকাশে একসময় মিইয়ে পড়বে এবং তাদেরই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম ব্যবসায়িক ক্সনতিকতার গুরুত্ব উপলব্ধি করবে। কারণ তারা উপলব্ধি করবে যে প্রলম্বিত অ‣নতিকতা তাদের নিজেদের স্বার্থকেই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। এ সকল বিষয়ের সমন্বয়ই নব্য ক্ষমতাসীন শ্রেণির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে এক ধরনের প্রজ্ঞা তৈরি হবে যা সামাজিক শৃঙ্খলা ও মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় অনুঘটক হিসেবে কাজ করতে পারে।


Read the full article HERE

Zakaria, S.M. (2018). Impact of the Transformation of Economic and Political Power on the Erosion of Values in Rural Bangladesh: An Analysis (in Bengali). Unnayan Shamiksha, 35: 49-57.

জাকারিয়া, সুলতান মুহাম্মদ. (২০১৮). গ্রামীণ সমাজে নৈতিক অবক্ষয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাসের প্রভাব: একটি বিশ্লেষণ. বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা, খণ্ড ৩৫, বার্ষিক সংখ্যা ১৪১৪, পৃ: ৪৯-৫৭।

এখানে আপনার মন্তব্য রেখে যান